অর্শ বা পাইলস্ কী ? কেন হয় ? কত প্রকার ? কারণ, লক্ষণ ও করণীয় এবং হোমিওপ্যাথি চিকিৎসা ।
অর্শ বা পাইলস্ কী ? কেন হয় ? কারণ ও করণীয় এবং হোমিওপ্যাথি চিকিৎসা ।
পাইলস্/অর্শ কী ?
পাইলস্ কে অর্শরোগও বলা হয় । বৃহদান্তের শেষের অংশে রেকটামের ভিতরে এবং বাহিরে থাকা কুশনের মত একটি রক্ত শিরার জালিকা থাকে যা প্রয়োজণে সংকুচিত ও প্রসারিত হয় । যখন মলদ্বারের এসব শিরার সংক্রামণ বা প্রদাহ তৈরি হয় যা দেখতে মটর দানার মত, যাকে সাধারণ ভাষায় অর্শরোগ বলা হয় ।
পাইলস্ কে অর্শরোগও বলা হয় । বৃহদান্তের শেষের অংশে রেকটামের ভিতরে এবং বাহিরে থাকা কুশনের মত একটি রক্ত শিরার জালিকা থাকে যা প্রয়োজণে সংকুচিত ও প্রসারিত হয় । যখন মলদ্বারের এসব শিরার সংক্রামণ বা প্রদাহ তৈরি হয় যা দেখতে মটর দানার মত, যাকে সাধারণ ভাষায় অর্শরোগ বলা হয় ।
পাইলস্/অর্শ কত প্রকার ?
অবস্থাভেদে পাইলস্/অর্শ দুই প্রকার
অবস্থাভেদে পাইলস্/অর্শ দুই প্রকার
(1) Internal Haemorrhoids/Piles-অভ্যন্তরীন পাইলস্/অর্শ
(2) External Haemorrhoids/Piles-বাহ্যিক পাইলস্/অর্শ
# Internal Haemorrhoids/Piles-অভ্যন্তরীন পাইলস্/অর্শ
প্রল্যাপ্স বা ঝুলে পড়ার উপর ভিত্তি করে পাইলস্ বা অর্শকে চার ভাগে ভাগ করা যায় ।
1st Stage/প্রথম পর্যায় পাইলস্ ফুলে বাহিরে বের হয়ে আসে না বা প্রল্যাপ্স হয় না ।
2nd Stage/দ্বিতীয় পর্যায় মল ত্যাগের সময় পাইলস্ ফুলে বাহিরে বের হয়ে আসে এবং তা আপনা আপনি ভিতরে চলে যায় ।
3rd Stage/তৃতীয় পর্যায় মল ত্যাগের সময় পাইলস্ ফুলে বাহিরে বের হয়ে আসে এবং তা আপনা আপনি ভিতরে চলে যায় না বরং আঙ্গুল দিয়ে ভিতরে প্রবেশ করাতে হয় ।
4th Stage/চতুর্থপর্যায় মল ত্যাগের সময় পাইলস্ ফুলে বাহিরে বের হয়ে আসে এবং তা আপনা আপনি ভিতরে যায় না আবার আঙ্গুল দিয়েও ভিতরে নেওয়া যায় না ।
# External Haemorrhoids/Piles-অভ্যন্তরীন পাইলস্/অর্শ
বাহ্যিক পাইলস্ বা অর্শ মলদ্বারের বাহিরে অবস্থান করে, ছোট ছোট মটর দানার মত দেখতে হয় । এগুলো অনেক সময় চুলকানী বা ব্যথাযুক্ত হয় ।
# পাইলস্/অর্শ কেন হয় ?
পাইলস্ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধাণ কারণগুলো হলো
১/ দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভোগা ।
২/ পুরাতন ডায়রিয়া ।
৩/ মলত্যাগে দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকা ।
৪/ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা ।
৫/ আশযুক্ত খাবার কম খাওয়া ।
৬/ ভারি মালপত্র বহন করা ।
৭/ পারিবারিক ইতিহাস এছাড়াও আরও অনেক কারণ রয়েছে ।
# পাইলস্/অর্শের লক্ষণগুলো কী কী ?
পাইলস্ হলে সাধারণত কিছু লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে অন্যতম হলো,
১/ মলদ্বারে ব্যথা ও চুলকানি অনুভূত হওয়া ।
২/ মলের সাথে বা মলত্যাগের পর রক্ত বাহির হতে পারে ।
৩/ মলদ্বারের চার পাশে একটি মটর দানার মত শক্ত গলদা থাকতে পারে ।
৪/ মলত্যাগের সময় ও পরে অতিরিক্ত জ্বালা হতে পারে ।
৫/ মলত্যাগের সময় ব্যথাহীন রক্তপাত হতে পারে ।
৬/ মলত্যাগের সময় ব্যথা ও অস্বস্থি লাগতে পারে ।
# পাইলস্/অর্শ হলে করণীয় কী ?
পাইলস্ হলে আমাদের সতর্কতা বা করনীয় কাজ রয়েছে যেগুলো করলে দ্রুত পাইলস্ থেকে মুক্তি পাওয়া সম্ভব, আসুন সেগুলো জেনে নিই-
১/ কোষ্ঠকাঠিন্য দুর করতে আশযুক্ত সবজি,ফাইবার যুক্ত খাবার খেতে হবে ।
২/ মলের ব্যাগ আসলে যত দ্রুত সম্ভব মল ত্যাগ করতে হবে ।
৩/ নিয়মিত কুসুম গরম পানি ব্যবহার করতে পারলে অর্শ দ্রুত ছোট হয়ে আসবে ।
৪/ রসালো খাবার খেতে হবে ।
৫/ প্রচুর পরিমান পানি পান করতে হবে ।
৬/ সম্ভব হলে দই খেতে হবে ।
# পাইলস্/অর্শের জন্যে হোমিওপ্যাথি কী চিকিৎসা রয়েছে ?
পাইলস্ বা অর্শের জন্য হোমিওপ্যাথিতে অনেক সুন্দর এবং আরোগ্যযোগ্য চিকিৎসা আছে । হোমিওপ্যাথি শুধুমাত্র রোগের উপর ভিত্তি করে চিকিৎসা করে না বরং রোগীর শারীরিক ও মানসিক লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা করে, তাই আপনি আপনার এলাকায় বা আশে-পাশে একজন ভাল হোমিও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন ।
তবে আমরা অনলাইনে প্রেসক্রিপশন করে, কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠিয়ে থাকি ।
যোগাযোগ
ডাঃ মুহাঃ আব্দুর রহিম
ডি.এইচ.এম.এস. (বিএইচবি) ঢাকা
ইলেক্ট্রো-হোমিওপ্যাথি (ইন্ডিয়া)
এইচ.এম.পি.সি (মেডিসিন) ঢাকা
এম এ (আই এ ইউ)
চ্যাম্বার; তাক্ওয়া হোমিও কেয়ার
বাসা: ০১,রোড: ১৩, ডুইপ আ/এ, মিরপুর-২,ঢাকা ১২১৬
মাসজিদুল ফিরদাউসের পাশে
মোবাইল: 01921163530 বিকাল ৪.৩০ থেকে রাত ১১.০০টা পর্যন্ত ।
তথ্যগত বা বানানগত কোনো ভুল চোখে পড়লে কোমেন্ট করে জানাবেন ইনশা আল্লাহ ঠিক করে নিবো ।
No comments